জিরেন গুড়ের বৃত্তান্ত

নভেম্বরের শেষ সপ্তাহ। রাত পেরিয়ে তখনও ভোর আসেনি। নীলচে কুয়াশার আস্তরনে ঢেকে গিয়েছে বাঁকুড়া জেলার সেগুনসরা গ্রাম সংলগ্ন জঙ্গল ও প্রান্তর। শেষ ঘুমের আমেজ না কাটায় পাখিদের কিচিরমিচিরও তখন শুরু হয়নি। ঘুমন্ত ও স্তব্ধ সেই চরাচরে কুয়াশার চাদর ঠেলে বেরিয়ে আছে শুধু খেজুর গাছের কিছু মাথা। আধো অন্ধকারের মধ্যেই একটা খেজুর গাছের দিকে কিছু নড়াচড়া […]

Read More